Posts

Poem

মানব আবাস সজল বোস  লিখে দাও  তোমরা প্রতিবাদ, কলম দিয়ে এ যুদ্ধ বন্দুকের জেহাদ। আমি তুমি সবাই শোণিতধারা শোষণে, রক্ত চক্ষু চক্ষুশূল হয়ে অদ্ভুত এক শাসনে। শান্তির জয়গানে এক চরম অন্ধকার সকাল, ভবিষ্যৎ গর্ভে নবজাতক রূপ নেবে এক মহাকাল। চারিদিক ঘিরে নাগপাশ তুলেছে বিষাক্ত ফণা,  ভূখণ্ডের মূলোচ্ছেদ হয়ে পড়ে আছে ধূলিকণা।  অঙ্গীকারে স্বপ্ন বুনি রচি নতুন ইতিহাস,  এসো মানবতার সেতু দিয়ে গড়ি আমাদের আবাস। 23-12-2019